You are currently viewing ৪৭ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ – অনলাইনে দেখার নিয়ম

৪৭ তম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বা বেফাক পরীক্ষার রেজাল্ট PDF আকারে প্রকাশ করা হবে ২০২৪ সালের এপ্রিল মাসে। এই পোস্ট হতে পুরুষ ও মহিলা প্রার্থীগণ বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে পারবেন। মেধা তালিকা অনুযায়ী, মাদরাসাওয়ারী কিংবা ব্যক্তিগত ফলাফল চেক করার বিভিন্ন পদ্ধতি নিয়ে এই পোস্টে আলোচনা করা হবে।

 

৪৭ তম বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

২০২৪ সালের ৪৭ তম বেফাক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে নিম্নে লিখিত ০৩ ভাবে-

  1. ব্যক্তিগত ফলাফল
  2. মাদরাসাওয়ারী ফলাফল
  3. মেধা তালিকা

ফলাফল দেখতে পারবেন নিম্নবর্ণিত মারহালা অনুযায়ী-

  • তাকমীল
  • ফযীলত
  • সানাবিয়া উলইয়া
  • মুতাওয়াসসিতাহ
  • ইবতিদাইয়্যাহ
  • হিফযুল কুরআন
  • ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত

এই পোস্ট হতে আমরা জানবো, কিভাবে এই বছর অর্থাৎ 2024 সালে অনলাইনে এবং SMS এর মাধ্যমে আমরা বেফাক এর রেজাল্ট চেক করবো।

 

অনলাইনে বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্বলিত একটি স্ক্রিনশট
বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট হতে নেওয়া একটি স্ক্রিনশট। যেখান থেকে পরীক্ষার্থীগণ তাদের ফলাফল দেখতে পাবেন। উৎস: wifaqresult.com

 

  1. অনলাইনে ফলাফল দেখার জন্য প্রথমে আমাদের বেফাকের ওয়েবসাইট wifaqresult.com ভিজিট করতে হবে।
  2. এবার ব্যক্তিগত ফলাফল/মাদরাসাওয়ারী ফলাফল/মেধা তালিকা -এ ক্লিক করুন।
  3. স্ক্রিনে একটি ফরম দেখতে পারবেন। ফরম থেকে সন নির্বাচন করুন, মারহালা নির্বাচন করুন এবং তারপর আপনার রোল নম্বর ইংরেজিতে লিখে “সাবমিট” বাটনে ক্লিক করুন। আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।

 

SMS-এর মাধ্যমে বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

চলুন এবার দেখি, এসএমএস-এর মাধ্যমে কিভাবে ২০২৪ সালের ৪৭ তম বেফাক পরীক্ষার ফলাফল দেখবেন-

এর জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে যান। তারপর নিচের মত টাইপ করুন এবং 9933 নম্বরে ম্যাসেজ Send করুন।

BEFAQ <ফাঁকা> ক্লাসের নামের ১ম অক্ষর <ফাঁকা> রোল

উদাহরণ:

BEFAQ T 123456

 

বেফাক পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে চেক করতে নির্দেশনা সম্বলিত স্ক্রিনশট
মোবাইল ডিভাইস থেকে নেওয়া একটি স্ক্রিনশট যেখানে এসএমএস ব্যবহার করে বেফাক পরীক্ষার ফলাফল কিভাবে চেক করবেন তা দেখানো হয়েছে।

 

ক্লাসের নাম এবং প্রথম অক্ষর

চলুন আমরা প্রতিটি ক্লাসের নাম এবং এদের নামের প্রথম অক্ষর দেখি-

ক্লাসের নামপ্রথম অক্ষর
তাকমীলT
ফযীলতF
সানাবিয়া উলইয়াS
মুতাওয়াসসিতাহM
ইবতিদাইয়্যাহE
হিফযুল কুরআনH
ইলমুত তাজবীদ ওয়াল কিরাআতQ

 

বেফাক পরীক্ষার পাসের হার

৪৬ তম বেফাক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের মার্চ মাসে। পরীক্ষার্থী ছিলো ১২ হাজার ৮৬০ টি মাদ্রাসার মোট ২ লাখ ৮২ হাজার ৯২৬ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ লাখ ৭১ হাজার ২০৬ জন শিক্ষার্থী।

এর মধ্যে মহিলা পরীক্ষার্থী ছিলো ১,৫৪,৭৭৫ জন, দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১,২৯৩ জন।

৪৬ তম বেফাক পরীক্ষায় মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২,০৬,৪৫০ জন এবং গড় পাসের হার ছিলো ৭৬.০৯%

মুমতায বা স্টার মার্ক পেয়েছেন ৩৮, ৯২২ জন।

জায়্যিদ জিদ্দান বা ১ম বিভাগ ৪৩,৪১১ জন।

জায়্যিদ বা দ্বিতীয় বিভাগ ৪৯,০৫১ জন।

মাকবুল বা তৃতীয় বিভাগ ৭৫,০৬৬ জন।

তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব

 

বাংলাদেশের অন্যান্য সকল বোর্ড পরীক্ষার ফলাফল জানতে নিয়মিত আমাদের ওয়াবসাইট dailycircular.net  ভিজিট করুন।

Shaon

Hi, this is Shaon from Gopalganj, Dhaka, Bangladesh. You can find me on Facebook at fb.com/sh4onx.

Leave a Reply